শুভ বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত গারো আদিবাসী জনগোষ্ঠী
মধুপুর (টাঙ্গাইল), প্রতিনিধি: ইসমাইল হোসেন
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে ঘিরে টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বসবাসরত গারো আদিবাসী জনগোষ্ঠীর মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও আনন্দ, প্রার্থনা ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এলাকার গির্জাগুলোতে চলছে বিশেষ সাজসজ্জা, আলোকসজ্জা ও প্রার্থনার আয়োজন। বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা, শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও যিশুখ্রিস্টের জন্মকাহিনি নিয়ে নাট্য পরিবেশনার প্রস্তুতিও শেষ পর্যায়ে।
গারো পরিবারগুলোতে বড়দিনকে কেন্দ্র করে চলছে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা, নতুন পোশাক কেনাকাটা এবং ঐতিহ্যবাহী খাবার তৈরির আয়োজন। বড়দিনের দিন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে খাবার ভাগাভাগি করে নেওয়ার ঐতিহ্যও রয়েছে এই জনগোষ্ঠীর মধ্যে।
স্থানীয় খ্রিস্টান নেতারা জানান, বড়দিন কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, শান্তি ও মানবিকতার বার্তা বহন করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই আনন্দে শামিল হওয়ার আহ্বান জানান তারা।
নিরাপত্তা ও শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
সব মিলিয়ে গারো আদিবাসী জনগোষ্ঠীর মাঝে শুভ বড়দিনকে ঘিরে বইছে উৎসবের আমেজ।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan



















