close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শয়তানের সাথে কম্প্রোমাইজ হলেও, আওয়ামীলীগের সাথে নয়- টুকু

Juwel Hossain avatar   
Juwel Hossain
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজিত সদস্য নবায়ন ফরম বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ..

জুয়েল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ শয়তানের সাথে কম্প্রোমাইজ হলেও, আওয়ামীলীগের সাথে নয়। শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন- পরনের কাপড় পড়ারও সময় পাননি।

তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সাথে আতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজিত সদস্য নবায়ন ফরম বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসর যারা চাকরি করছে বা করতে চায়, তাদের সুযোগ দেওয়া যাবে না। দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।

Nema komentara


News Card Generator