close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শরণখোলায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে সাব্বির হাওলাদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।..

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর নিজ বাড়ির সামনের পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত সাব্বির রতিয়া রাজাপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে ইউনুস হাওলাদার বলেন,সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চা খাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে দোকানে যায় সাব্বির। এরপর ওই রাতে আর ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার সকালে খুঁজতে গিয়ে বাড়ির সামনে পুকুর পাড়ে সাব্বিরের জুতা দেখতে পান। এসময় পুকুরের দিকে তাকিয়ে দেখেন কাপড় ভাসছে। সঙ্গে সঙ্গে পুকুরে নেমে সাব্বিরের ভাসমান মরদেহ পেয়ে তুলে আনেন উপরে। 

পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সাব্বিরের বাবা। তাই অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান ছেলে হারানো ইউনুস হাওলাদার। 

এঘটনায় শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো: শামিনুল হক বলেন,খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহফুজুর রহমান বাপ্পী 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator