close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

স..

এদিকে কমিটি ঘোষণার পর থেকে একটি পক্ষ সেটি বাতিলের দাবী জানায়। বিকালে সদ্য ঘোষিত কমিটির একটি পক্ষ কমিটি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল বের করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটির একটি পালং থানার সামনের গেইটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেইটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পক্ষ আরেকটি পক্ষের উপর হামলা চালায়। এসময় বেশ কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বার্তা বাজারকে বলেন, ছাত্রদলের দুপক্ষের মধ্যে একটি ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সতর্ক থাকায় বিষয়টি দ্রুত কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Hiçbir yorum bulunamadı