close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এইবার মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে।..

শ্রীলঙ্কা সিরিজ শুরু হচ্ছে টেস্ট সিরিজ দিয়ে। আজ ১৭ জুন (মঙ্গলবার) গল ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১০ টায় শুরু হবে ম্যাচ। ম্যাচের একাদশ কেমন হতে পারে? 

গলের মাঠে বরাবরের মতো ব্যাটিং সহায়ক হয়ে থাকে৷ পাশাপাশি বোলিংয়ে এই মাঠে বেশি সুযোগ সুবিধা পায় স্পিনার। গলে অনুষ্ঠিত হওয়া ৪৮ টেস্ট ম্যাচে হাজারখানেক উইকেট আদায় করেছে একমাত্র স্পিনাররাই। এই মাঠে রয়েছে বাংলাদেশের জন্য দারুণ এক স্মৃতি। বাংলাদেশের ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি আসে এই মাঠেই। ২০১৩ সালে এক কীর্তি গড়েন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাইতো আলাদা নজর থাকবে তার দিকেও। 

এদিকে ম্যাচের আগে দলের কম্বিনেশনের খবর জানাতে গিয়ে শান্ত তুললেন মিরাজের কথা৷ মিরাজ খেলবেন কি খেলবেন না, এটা সিধান্ত হবে সকালে। তবে অনেকটাই নিশ্চিত যে, মিরাজের হয়তোবা প্রথম ম্যাচ খেলা হচ্ছে না। শান্ত মিরাজ সম্পর্কে বলেছেন, এখনো মিরাজের শরীরটা একটু খারাপ আছে, তবে উন্নতি করছে। ওর উপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।’

দলে দুই পেসারদের পাশাপাশি তিন স্পিনার দেখার সম্ভাবনা রয়েছে। মিরাজ না খেললে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হাসান মুরাদের। 

প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ :

সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ/ হাসান মুরাদ, এবাদত হোসেন, নাহিদ রানা। 

Комментариев нет