close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু..

Nazmul Mia avatar   
Nazmul Mia
শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (০৪ মে) উপজেলার সিংগবরুণা ইউনিয়নের মাধববুর-মুরগাচুরা গ্রামে ঐ ঘটনা ঘটে। ..

পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, রবিবার সকালে শহিজল হক নামের এক বৃদ্ধ উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পাড়ে ঘাস কাটতে যায়। এসময় প্রজেক্টের সেচ পাম্পের সাথে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে শহিজল হক বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এঘটনায় নিহতের ছেলে সওদাগর বাদী হয়ে শ্রীরবদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। মৎস্য প্রজেক্ট মালিক উকিল মিয়া বলেন, কিভাবে খুঁটির জিআই তার বিদ্যুতায়িত হয়েছিলো তা আমি জানিনা।শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Keine Kommentare gefunden