close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শ্রদ্ধা-ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৫৫তম স্বাধীনতা দিবসে জাতি শ্রদ্ধা জানাচ্ছে ১৯৭১ সালের বীর সেনানীদের। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।..

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে রচিত হয়েছিল বীরত্বের এক মহাকাব্য। আজ দেশের জনগণ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে সেই সব অকুতোভয় মুক্তিযোদ্ধাকে, যাঁরা জীবন দিয়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলেন।

ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এক মিনিট নীরবতা পালন করে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। রাষ্ট্রীয় সম্মান জানায় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দল। বিউগলে বাজতে থাকে করুণ সুর।

পরে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবং অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। বিদেশি কূটনীতিকরাও এ সময় শহিদদের স্মরণ করেন।

এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ ভালোবাসার ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি। পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

স্বাধীনতার ৫৫ বছরে প্রবেশ করে জাতির প্রত্যাশা, শহিদদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়। লাল-সবুজের বাংলাদেশ এগিয়ে যাবে সোনালি ভবিষ্যতের পথে, বজায় থাকবে মুক্তিযুদ্ধের চেতনা, প্রতিষ্ঠিত হবে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ।

Ingen kommentarer fundet