close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরের জলাবদ্ধতা নিরসনে ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন উপকুলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যবৃন্দ।..

শ্যামনগরের জলাবদ্ধতা নিরসনে ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন উপকুলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যবৃন্দ।
বুধবার (১০ সেপ্টেম্বর)  সকালে শ্যামনগর উপজলো নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বাদঘাটা গ্রামের জলাবদ্ধাতা দু-এক বছরের নয়। পৌর এলাকার এটি দীর্ঘদিনের জলাবদ্ধতা।বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি।

 সবুজ সংহতির সদস্যরা জানান যে,শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পুর্ন কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমের চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান আছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রতিবছর বর্ষাকালে এই গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ থাকে না আর তার মুল কারণ হলো জলাবদ্ধতা। যেমন তেমন বৃষ্টি হলেই এখানে বড় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই গ্রামের মধ্যে শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি সেখানে আমন মৌসুম শেষ হতে চলেছে অথচ এখনোও ধান চাষ করা সম্ভব হয়নি। এছাড়াও বসবাসকারী জনগোষ্টীর বসতভিটা পানির মধ্যে থাকায় চলাচলেরও সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানি পচে দুগন্ধ ছড়াচ্ছে এবং এই পানি ব্যবহারে বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে। 
স্মারকলিপিতে বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা দুরীকরণে ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহন করা।

 এসময় উপস্থিত ছিলেন সবুজ সংহতির পৌর কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী,সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিক শেখ আফজালুর রহমান,  সবুজ সংহতির সদস্য দেলোয়ারা বেগম,  আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, যুব তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম,  কৃষক রাহুল ও বারসিক কর্মী সহ প্রমুখ।

ছবি- শ্যামনগর বাদঘাটা গ্রামে জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুনের নিকট স্বারকলিপি প্রদান করছেন সবুজ সংহতি সদস্যবৃন্দ।  

 

لم يتم العثور على تعليقات