close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন প্রশিক্ষণ

Ranajit Barman avatar   
Ranajit Barman
সিসিডিবি এনগেজ প্রকল্প এর আয়োজনে সিজস্ক কার্যালয়ে  দুই দিনব্যাপী দুই ব্যাচে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন প্রশিক্ষণ

রনিজৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প এর আয়োজনে সিজস্ক কার্যালয়ে  দুই দিনব্যাপী দুই ব্যাচে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 মঙ্গল ও বুধবার (১৭ ও ১৮ জুন)  প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস , নীলিমা রানী এবং সিসিডিবি-সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ব্যাচে সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ৪০ জন সদস্য ।

প্রশিক্ষণ সমাপনীতে অংশগ্রহণকারী কাজল বেগম বলেন, "আমি নিজে কি করতে পারি তা খুঁজে বের করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে আমরা উন্নতি করতে পারবো না। অমৃতা রানী বলেন, "আমাদেরকে আপনাদের সাহায্য ছাড়া কিছু করার চেষ্টা করতে হবে। সিসিডিবি না থাকলেও যেন আমরা আমাদের কাজ চলমান রাখতে পারি এই বিষয়টা আমরাই প্রশিক্ষণ থেকে শিখলাম। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিলু সরদার,স্বপ্না আক্তার বিউটি প্রমুখ।
ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ সিসিডিবি এনগেজ প্রকল্পের প্রশিক্ষণার্থীবৃন্দ।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator