close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
পার-বাদঘাটা শ্রী শ্রী রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।..

শ্যামনগরে রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় শুক্রবার(১২ সেপ্টেম্বর) দিন ব্যাপী পার-বাদঘাটা শ্রী শ্রী রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে চারটি গ্রুপে গীতা পাঠ প্রতিযোগিতায় একশত পঞ্চাশজন  অংশ গ্রহণ করেন। প্লে থেকে নার্সারী পর্যন্ত ঘ গ্রুপ, ২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত গ গ্রুপ, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ ও ১০ম শ্রেণি থেকে উন্মুক্ত সবার জন্য ক গ্রুপ।

চারটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় শ্রী শ্রী মদভ্গবত গীতা সহ অন্যান্য ধর্মীয় বই।এছাড়া অংশ গ্রহণকারী প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয় রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয় থেকে।

শ্রী শ্রী রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ের প্রধান ও শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দিরের সেবাইত ও শিক্ষক হরিপ্রসাদ কৃষ্ণদাসের সার্বিক পরিচালনায় গীতা পাঠ প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বড়কুপট দুর্গা মন্দিরের সেবাইত সমরেশ কৃষ্ণ দাস, হিঞ্চি রাধা গোবিন্দ মন্দিরের সেবাইত শিব নাথ কৃষ্ণ দাস, মুন্সিগঞ্জ রাধা গোবিন্দ মন্দিরের সেবাইত তপন কৃষ্ণ দাস ও গীতা পাঠিকা ভূরুলিয়ার কনিষ্ঠা রানী মন্ডল।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার  সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যাপক অনাথ চন্দ্র হালদার, সহকারী অধ্যাপক দীনেশ চন্দ্র মন্ডল, কার্তিক চন্দ্র দত্ত, নিতাই মন্ডল, প্রধান শিক্ষক মনোদ্বীপ সরকার, বাদল মন্ডল প্রমুখ।

ছবি- শ্যামনগরে রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।


 
 

Nema komentara