close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে  পরিত্রাণের ইন্টারজেনারেশনাল ডায়ালগ

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পরিত্রাণের আয়োজনে  শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে  যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ..

শ্যামনগরে  পরিত্রাণের ইন্টারজেনারেশনাল ডায়ালগ

 রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পরিত্রাণের আয়োজনে  শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে  যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ বুধবার(১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার  মিনা হাবিবুর রহমান, শ্যামনগর থানার এস আই মো. বিপ্লব হোসেন, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার,  প্রনব বিশ্বাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. জনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ইউএফপিএ মো. রফিকুল ইসলাম,  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ সুমন,  এনসিটিএফ সাংগঠনিক সম্পাদক  তাবাসসুম মাশিয়া তমা,  সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক  সদস্য পিযুষ বাউলিয়া, মো. হাফিজুর রহমান প্রমুখ।  পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোগামের বিষয় বস্তু উপস্থাপন ও প্রোগ্রাম সঞ্চালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক প্রতিনিধি, উপজেলা এনসিটিএফ সদস্যবৃন্দ, শিক্ষক, পুরোহিত, সেকমো, সাংবাদিক, অভিভাবক প্রমুখ। 

ছবি- শ্যামনগরে পরিত্রাণের ইন্টারজেনারেশন ডায়ালগ অনুষ্ঠান।  

 

Không có bình luận nào được tìm thấy