close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে নকশীকাঁথা দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করল

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৬ জুন) সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে বকরি ছাগল বিতরণ করা হয়েছে।..

শ্যামনগরে নকশীকাঁথার দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৬ জুন) সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে বকরি ছাগল বিতরণ করা হয়েছে।

দরিদ্র, অসহায় নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে উপজেলা পরিষদ চত্তরে শ্যামনগরের বিভিন্ন গ্রামের ২০ জন নারীদের মাঝে ৪০টি বকরি ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ^াস, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।

২০২৪-২৫ অর্থ বছরের বিশেষ বরাদ্ধ থেকে এ ছাগল বিতরণ করা হয়।
ছাগল পেয়ে নারীরা বলেন একটি ছাগল পালন করে আরও বেশি ছাগলের বাচ্চা তৈরী ও বিক্রীর মাধ্যমে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন।

ছবি- শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করছেন ইউএনও মোছা ঃ রণী খাতুন।

 

Keine Kommentare gefunden


News Card Generator