শ্যামনগরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে কর্মশালা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে কর্মশালা

রনজিৎ বরমন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার( ১৭ সেপ্টেম্বর )বিকাশ লিমিটেডের আয়োজনে ও জেলা পুলিশ সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় উপজেলার মুন্সিগঞ্জ শুশীলন টাইগার পয়েন্টে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন।
 প্রধান অতিথি বক্তব্যে বলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে বিভিন্ন অপকৌশলে প্রতারক চক্র সাধারণ মানুষের কষ্টের্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। অপরাধী চক্র সম্পর্কে তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সাতক্ষীরা জেলার সকল বিকাশ এজেন্টদের বিকাশে লেনদেনের বিষয়ে গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য আহব্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, রিজিওনাল ম্যানেজার বদরুদ্দোজা , এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ম্যানেজার কামরুল ইসলাম ,এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সাব্বির ফয়সাল, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্যা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সহ সাতক্ষীরা জেলা বিকাশের এজেন্ট বৃন্দ ।

ছবি- শ্যামনগরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে কর্মশালা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator