close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে  মানবাধিকার নিশ্চিতকরণে  প্রকল্প অবহিতকরণ সভা ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
 সাতক্ষীরার  শ্যামনগরে   জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে চার বছর মেয়াদি ‘এনগেজ’ প্রকল্পের  অবহিতকরণ সভা সোমবার  (১৫ সেপ্টেম্বর) সকালে  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।..

শ্যামনগরে  মানবাধিকার নিশ্চিতকরণে  প্রকল্প অবহিতকরণ সভা 

রনজিৎ বর্মন  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি  ঃ  সাতক্ষীরার  শ্যামনগরে   জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে চার বছর মেয়াদি ‘এনগেজ’ প্রকল্পের  অবহিতকরণ সভা সোমবার  (১৫ সেপ্টেম্বর) সকালে  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
 বারসিকের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা  কর্মকর্তা  শারিদ  বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মিরাজ হোসাইন ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( ভারপ্রাপ্ত  )  আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত  )  আহসান হাবিব,  সিডিওর পরিচালক গাজী  আল ইমরান,  শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ প্রমুখ।

 সভায় এরিয়া অফিসার রোকসানা পারভীনের সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী  রামকৃষ্ণ জোয়ারদার ও প্রকল্প সম্পকে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী  মাহাবুবুর রহমান। 
সভায় জানানো হয় প্রকল্পটি উপকূলীয় অঞ্চলের দুর্যোগ, জলবায়ু পরিবর্তননের ফলে প্রান্তিক  জনগোষ্ঠির মানবাধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে এবং এলাকার  যুব সম্প্রদায় ও নাগরিক সমাজের সচেতন বৃদ্ধিতে সহযোগিতা করবে।

ছবি- শ্যামনগরে প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator