close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে পঞ্চাশ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।..

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে পঞ্চাশ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ৩টায় কোস্টগার্ড কৈখালী ষ্টেশন কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুরি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশী করে প্রায় পঁচাত্তর হাজার টাকা মূল্যের ৫০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ছবি- শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ৫০ বোতল মদ জব্দ।

 

没有找到评论


News Card Generator