শ্যামনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(১১ নভেম্বর) শংকরকাটি এসডিএফ কার্যালয়ে সপ্তাহব্যাপী অপ্রাতিষ্ঠানিক পারিবারিক হাঁস মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক এ, এম,সাইফুল আনাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবীব,ক্যাশিয়ার আল মামুন ।
জানা যায় ৩০ জন যুবদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম।
ছবি- শ্যামনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করছেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক এ, এম,সাইফুল আনাম।



















