শ্যামনগরে গণভোট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে নিজস্ব হল রুমে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) শিক্ষক ও কর্মচারীদের গণভোট-২০২৬ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দীন। প্রশিক্ষণ কর্মশালায় স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারীদের অংশ গ্রহণে বাংলাদেশ নির্বাচন কমিশনের গণভোট বিষয়ক তথ্যাদি সম্পর্কে অবহিত করা হয়।
ছবি- শ্যামনগরে গণভোট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।



















