close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে এসএসসির গণিত পরীক্ষায় তিনজন বহিস্কৃত

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগর উপজেলায় সোমবার (২১ এপ্রিল)সকালে এসএসসির গণিত পরীক্ষায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনজন ছাত্র অসাদ্পুায় অবলম্বনের দায়ে বহিস্কৃত হয়েছে।..

শ্যামনগরে এসএসসির গণিত পরীক্ষায় তিনজন বহিস্কৃত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (২১ এপ্রিল)সকালে এসএসসির গণিত পরীক্ষায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনজন ছাত্র অসাদ্পুায় অবলম্বনের দায়ে বহিস্কৃত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে গণিত পরীক্ষায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিন জন ছাত্র বহু নির্বাচনী পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বহিস্কৃত হয়েছে।

নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬১০ জন এর মধ্যে উপস্থিত ৫৯৭ জন, অনুপস্থিত ১০ জন এবং বহিস্কার ৩ জন। 

উল্লেখ্য যে, উপজেলায় দাখিল পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র সচিব সহ ১১ জন শিক্ষার্থী ও ১২ শিক্ষককে বহিস্কার করা হয়। পরীক্ষা কক্ষে বিশেষ কৌশলে মোবাইলে ব্লুটুথ হেডফোন ব্যবহার করার দায়ে বহিস্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয়জন ছাত্র ও দুইজন ছাত্রী ছিলেন।

মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে আরও জানা যায়, সোমবার এসএসসির গণিত পরীক্ষায় মোট অনুপস্থিত ২৮ জন ও দাখিল পরীক্ষায় মোট অনুপস্থিত ১৭ জন।

 

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator