close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে বৃদ্ধি পাচ্ছে আমন ফসলের আবাদ

Ranajit Barman avatar   
Ranajit Barman
লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি হবে বলে আশা প্রকাশ করছেন উপজেলা কৃষি অফিস।

শ্যামনগরে বৃদ্ধি পাচ্ছে আমন ফসলের আবাদ

রনজিৎ বর্মন  শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার আমন ফসলের আবাদ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি হবে বলে আশা প্রকাশ করছেন উপজেলা কৃষি অফিস।

পর্যাপ্ত বৃষ্টি অনুকুল আবহাওয়ার জন্য উপজেলায় কৃষকরা কোন জায়গা ফেলে না রেখে আমন ধান রোপন করছেন বলে কৃষকরা জানান।

উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল জানান চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ১৬ হাজার ৮৩৫ হেক্টর। কিন্ত এবার আমন ফসল আবাদ হতে পারে ১৮ হাজার হেক্টর এমনটাই আশা প্রকাশ করছেন উপজেলা কৃষি অফিস। গত ২৬ আগষ্ট পর্যন্ত আমন ফসল রোপন কার্যক্রম মাঠ পর্যায়ে সমাপ্ত হয় ১৫ হাজার ৯২০ হেক্টর। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমন ফসল রোপন কার্যক্রম সমাপ্ত হতে পারে বলে কৃষি অফিস জানান।
 
আমন চাষের লক্ষ্যমাত্রার মধ্যে জাত অনুযায়ী হাইব্রিড রয়েছে ৬৫০ হেক্টর, স্থানীয় ২০ হেক্টর ও উফসি ১৬ হাজার ১৬৫ হেক্টর। হাইব্রিড জাতের মধ্যে চাষ হয়েছে বায়ার ৭০০৬ ও  ধানী গোল্ড। উফসির মধ্যে  বিআর-১০, বিআর-১১, ব্রিধান-৪৯, ব্রিধান-৫১, ব্রিধান-৫২, ব্রিধান-৭৫, ব্রিধান-৮৭, ব্রি-৯৫, ব্রি-১০৩। স্থানীয় জাতের মধ্যে চাষ হয়েছে চিনিকানী। এদিকে বেসরকারী সংস্থা বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদ্দার বলেন তাদের সংগঠনের  পরামর্শ প্রাপ্ত কৃষকরা কয়েকজন স্থানীয় কয়েকটি জাতের আমন ফসলের আবাদ প্লট আকারে করেছেন।

উপজেলার মধ্যে বেশি আমন ফসল আবাদ হয়েছে মুন্সিগঞ্জ, রমজাননগর, ঈশ^রীপুর, কৈখালী, আটুলিয়া,কাশিমাড়ি,শ্যামনগর ইউনিয়নে। 

মুন্সিগঞ্জ গ্রামের আমন ফসল চাষি অশোক মন্ডল, চিত্ত মৃধা, আবু মুছা বলেন এবার অনুকুল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে চাষিরা আমন ফসল চাষে বেশি আঘ্রহ প্রকাশ করেছেন। আবাদচন্ডিপুর গ্রামের  ছোট পরিসরের চিংড়ী ঘের মালিক মিজানুর রহমান বলেন লবন পানির চিংড়ী ঘেরে বেশি লাভবান না হওয়ায় চাষিরা কৃষি ফসল উৎপাদনে মনোযোগি হচ্ছেন।

উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম বলেন এবার আমন আবাদ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি হবে। নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় আমন ফসল উৎপাদনে চাষিরা আগ্রহ দেখিয়েছেন।

ছবি- শ্যামনগরে আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

 

Walang nakitang komento