close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আহলে সুন্নাত ওয়াল জামাত শ্যামনগর শাখার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দর‌্যালী)।..

শ্যামনগরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আহলে সুন্নাত ওয়াল জামাত শ্যামনগর শাখার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দর‌্যালী)।

‎‎শনিবার (৬ সেপ্টেম্বর) জশনে জুলুসে অংশ নিতে সকাল থেকে কাশিমাড়ির গোবিন্দপুর, শংকরকাটি, দেওলসহ শ্যামনগর পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একত্রিত হন।
‎‎এরপর শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালীর্টি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎‎জশনে জুলুসে অংশ নেওয়া বেশির ভাগ মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ। হামদ, নাত ও দরুদ শরিফও পাঠ করেছিলেন তারা।

‎‎জশনে জুলুস শুরু হওয়ার আগে শ্যামনগর কেন্দ্রীয় ইদগা ময়দানে মিলাদ, কেয়াম এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের  ইমাম মুফতি শামসুদ্দিন আহমেদ।

ছবি- শ্যামনগরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবীর  র‌্যালী।  

 

Ingen kommentarer fundet