শ্যামনগর রমজাননগর জামায়াতের নির্বাচনী জনসভা

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে
 নির্বাচনী জনসভা বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।..

শ্যামনগর রমজাননগর জামায়াতের নির্বাচনী জনসভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভা বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 ইউনিয়ন আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনেই আমরা বিশ্বাস করি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান ও নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, মাওঃ আব্দুল বারী প্রমুখ। 

ছবি- শ্যামনগর রমজাননগর জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator