শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি স্কুল ক্রিকেটে উপ-আঞ্চলিক চ্যাম্পিয়ন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি স্কুল ক্রিকেটে উপ-আঞ্চলিক চ্যাম্পিয়ন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়ীয়া এজি  মাধ্যমিক বিদ্যালয়ের  বালিকা ক্রিকেট দল ৫৪তম শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপ-আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইউনুচ আলী জানান, প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা আগে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে এক উইকেট হারিয়ে ১০৯ রানের টার্গেট দেয়, জবাবে কুষ্টিয়া জেলার দল ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৪ রান করে  । খুলনা জেলা স্কুল মাঠে সোমবার শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২১ জানুয়ারী বরিশালে অঞ্চল পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাঁঠালবাড়ীয়া এজি স্কুলের বালিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা তৌহি। ক্রীড়া প্রতিযোগিতায় উপ-অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীবৃন্দ, প্রধানশিক্ষক সহ শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দ, এসএমসি কমিটি,ভাব বাংলাদেশ সহ অন্যান্যরা অভিনন্দন জ্ঞাপন করেছেন।

ছবি- শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি স্কুলের বালিকা ক্রিকেট দল।

没有找到评论


News Card Generator