এই টাকা পেলে সুধু বিদ্যুতের জন্য চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে পেট্রোবাংলা। তবে এই দামে বিদ্যুতের জন্য গ্যাসের সরবরাহে কোন মাসে কত পরিমাণ গ্যাস প্রদান করা হবে, তার বিস্তারিত তথ্য কে পেট্রোবাংলার কাছে জানতে চায়া হয়েছে।
কি বললেন করমীর রেজাউল করিম? পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, গ্যাস থেকে বিদ্যুত উত্পাদন করে সাধারণ করলে খরচ কম হবে। তাদি, এবার গ্যাসের সরবরাহ নিশ্চিত হোলে বিদ্যুত মহামান্য ভোগ পড়তে পারবে।