চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস. এ. ফারুক, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এই চক্ষু চিকিৎসা ক্যাম্প বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে সম্পন্ন হয়। এসময় প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, সহস্রাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা, সাড়ে ৪ শত রোগীকে চশমা প্রদান ও লক্ষাধিক টাকার বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া আগত রোগীদের ফ্রি প্রেসার পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের আয়োজক লায়ন প্রফেসর ডা. এস. এ. ফারুক বলেন, ‘বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদানের আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহীতাদের অধিকাংশই হতদরিদ্র। এই দরিদ্র মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের আয়োজন। আমরা বিগত কয়েকবছর যাবত এই আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো।’
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস. এ. ফারুকের উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান..
কোন মন্তব্য পাওয়া যায়নি



















