শিশু পর্নোগ্রাফি তৈরি ও প্রচার, ইন্টারপোলের তথ্যে টঙ্গীতে যুবক গ্রেপ্তার!!..

Abir Hossain Sun avatar   
Abir Hossain Sun
স্টাফ করেসপন্ডেন্ট : আবির হোসেন সান


শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে মো. এখলাছ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তার মো. এখলাছ আলী নাটোরের লালপুর থানার কামারহাতি গ্রামের মো. এসকেন আলীরা ছেলে। তিনি গাজীপুরের হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারপোলের ক্রাইম এগেইনস্ট চিল্ড্রেন ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) শিশু পর্নোগ্রাফির তথ্য জানতে পারে। জানা যায়, বাংলাদেশের একজন নাগরিক অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তৈরি, সংরক্ষণ ও প্রচার করে আসছেন। পরবর্তীতে সিআইডির সাইবার মনিটরিং টিম প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তকে সনাক্ত করে। 

সিআইডি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও সংগ্রহ করতেন এবং তা মোবাইল ফোনে সংরক্ষণ ও প্রচার করতেন। পরে রোববার (১ জুন)  সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত  ও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়, যার ভেতরে একাধিক শিশু পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. এখলাছ আলী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেস। তার বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ০২, তারিখ- ০২/০৬/২০২৫)।

Abir Hossain Sun
Abir Hossain Sun 5 месяцы тому назад
☺️☺️
0 0 Ответить
Показать больше


News Card Generator