close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিশু আছিয়ার নির্মম মৃত্যুতে দেশজুড়ে শোক, বিচার চাইলেন জামায়াত আমির..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশে নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক ব্যক্তিদের কড়া মন্তব্য
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সমগ্র দেশবাসী শোকাহত ও ক্ষুব্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছে..

তিনি আরও বলেন, এই ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে এবং মিডিয়ার ভূমিকা আরও সক্রিয় হওয়া উচিত।

রাজনীতিবিদদের ক্ষোভ: গণমাধ্যমের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশের কিছু ব্যবসায়ীর সঙ্গে রাজনৈতিক দলের আর্থিক সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না হওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “কখনো ১৫-১৬ কোটি, কখনো একশ’ কোটি টাকার লেনদেনের কথা শুনি, কিন্তু এসব বিষয়ে কেন গণমাধ্যম চুপ থাকে?”

তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের কলমের শক্তি অসির (তলোয়ার) থেকেও বেশি। সত্য তুলে ধরুন, দেশ ও জাতি উপকৃত হবে।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ইফতার মাহফিলে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই হৃদয়বিদারক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি উঠেছে সর্বমহল থেকে। বিশিষ্টজনরা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

Tidak ada komentar yang ditemukan