close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শীরষ্ট সে বিদায় শেখ হাসিনা! তবু পুলিশ কেন?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিদায় ঘোষণার পর পলানোর পরো সাভারে কেন পুলিশ এই হত্যাকাণ্ড চালাল? এই প্রশ্নের উত্তর খুঁজে নির্বাকরণের নয় অর আরো শর্বনা করেছে প্রমাণ্যচিত্র! গত ৫ আগস্ট, ঢাকার প
বিদায় ঘোষণার পর পলানোর পরো সাভারে কেন পুলিশ এই হত্যাকাণ্ড চালাল? এই প্রশ্নের উত্তর খুঁজে নির্বাকরণের নয় অর আরো শর্বনা করেছে প্রমাণ্যচিত্র! গত ৫ আগস্ট, ঢাকার পাদদেশ সাভারে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল, তার একটি প্রমাণ্যচিত্র তিরি করেছে প্রথম আলো! ভিডিওটি দেখার পর বিব্রত হয়নি, আমার চোখে পানি ধরে রাখা টেকে পারিনি! সাভারের আলো হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার কতিটা বিচার পাবে, জানি না, তবে এসব হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার না হলে দেশে আইন-আদালতের প্রতি মানুষের আস্থা তলানিতে গিয়ে টোলা! এখনো প্রশ্ন উঠত হচ্ছে, পুলিশ হয়তো তাদের নিরাপত্তার জন্য গুলি ছুড়েছে! কেন শেষ হাসিনা পলানোর পরো পুলিশ তাদের এই হত্যাকাণ্ড চালাল? রাবার বুলেট, কাঁদানে গ্যাস দিয়ে তাদের আত্মরক্ষা করা যেত না?
No comments found


News Card Generator