১২০ বছরের ইতিহাসে এই প্রথম আর্জেন্টিনার প্রথম স্তরের ফুটবল শিরোপা ঘরে তুললো ক্লাবটি। ২০২৫ সাল যেনো ট্রফির জয়ের বছর। যে দল আগে কখনো কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি, সে দল গুলো এইবার পাচ্ছে শিরোপার স্বাদ। একটি শিরোপার জন্য হেরি কেন কে অপেক্ষা করতে হয়েছে ১৬ বছর। তার দীর্ঘ দিনের সতীর্থ সন হিউং-মিনের অবশ্য তার চেয়ে একটু কম সময় লেগেছে, মাত্র ১৫ বছর। টটেনহাম শিরোপা জিতে ১৭ বছর পর। বোলোনিয়া ৫১ বছর ও নিউক্যাসল ইউনাইটেড ৭০ বছর অপেক্ষার পর শিরোপা জিতেছিল। এদিকে বাংলাদেশে ক্লাব মোহামেডান জিতে ২৩ বছর পর।
ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপার স্বাদ পেতে সময় লেগেছে ১১৯ বছর। অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসের প্রথম শিরোপার স্বাদ পেতে সময় লেগেছে ১১৯ বছর।
আর্জেন্টাইন এই ক্লাবটির সম্পর্কে খুব একটা ধারণা নাই কারো। ফুটবল বিশ্বে এই ক্লাবটি অপরিচিত। সে ক্লাব টি এবার আর্জেন্টিনার শীর্ষ লিগে (প্রিমেরা ডিভিশন) চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (১ জুন) রাতে ফাইনালে উরাকানকে ১-০ গোলে হারিয়েছে প্লাতেনসে। ৬৩ মিনিটে জয়সূচক গোলটা করেছেন উইঙ্গার গিদো মাইনেরো। ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় শহর সান্তিয়াগো দে এস্তেরোর এস্তাদিও ইউনিকো মাদ্রে দে সিউদাদেসে। প্লাতেনসে-উরাকান দুটিই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ক্লাব৷ অবস্থানের বিবেচনায়, দুই ক্লাব দুই জায়গায় অবস্থিত। প্লাতেনসের অবস্থান রাজধানীর ভিসেন্তে লোপেজ এলাকায় আর উরাকানের অবস্থান পার্ক পাত্রিসিওসে।
আর্জেন্টিনার শীর্ষ লিগ জেতায় আগামী কোপা লিবার্তাদোরেসেও (দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা) খেলা নিশ্চিত করে ফেলেছে প্লাতেনসের।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
コメントがありません