শিরোনাম: শিগগিরই রোডম্যাপ প্রকাশ: নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দ্রুত হস্তান্তরের উদ্যোগ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা, ১১ জানুয়ারি: যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। রাজধানীর একটি হোটেলে শনিবার (১১ জানুয়ারি) 'ব্র
ঢাকা, ১১ জানুয়ারি: যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। রাজধানীর একটি হোটেলে শনিবার (১১ জানুয়ারি) 'ব্র্যান্ডিং বাংলাদেশ' শীর্ষক এক আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান। তৌহিদ হোসেন বলেন, "দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে। তবে শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করা হবে। সরকার অতি দ্রুত ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ।" বিদেশে রাজনৈতিক দলের কার্যকলাপ: তিনি জানান, বিদেশে থাকা রাজনৈতিক দলের শাখাগুলো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিএনপি ও আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সমর্থকরা বিদেশের মাটিতে মিছিল, স্লোগান, এমনকি সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এর ফলে দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। "বিদেশের মাটিতে নিজেদের মধ্যে শত্রু ভাবাপন্ন আচরণ আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এসব কর্মকাণ্ড বন্ধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ," বলেন উপদেষ্টা। ভারতীয় মিডিয়ার অপপ্রচার: গত চার মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়েছে বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, "ভারতীয় গণমাধ্যম এমন কিছু তথ্য প্রচার করছে, যা থেকে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে কিংবা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। এ ধরনের অপপ্রচার বন্ধে আমাদের গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।" প্রবাসীদের সমস্যার সমাধান: প্রবাসীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দূতাবাসগুলো কাজ করছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "কিছু অভিযোগ সত্য, তবে সব নয়। সরকার বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। প্রবাসীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।" এই উদ্যোগগুলো দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Ingen kommentarer fundet


News Card Generator