close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিরোনাম: সারা দেশে ট্রেন চলাচল বন্ধ: রানিং স্টাফদের কর্মবিরতিতে বিপাকে যাত্রীরা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়
সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রী। যাত্রীদের দুর্ভোগ চরমে সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন ছিল যাত্রীদের দীর্ঘ অপেক্ষার চিত্রে ভরা। অনেকেই ট্রেন বন্ধ থাকার খবর না জেনে স্টেশনে এসে বিপাকে পড়েছেন। পরিবার নিয়ে যাত্রায় বের হওয়া যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি। শাহানা বেগম নামে এক যাত্রী বলেন, ‘বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরতে এসেছি। কিন্তু ট্রেন বন্ধ শুনে এখন দুশ্চিন্তায় আছি কীভাবে যাবো।’ মেহেদি হাসান নামে আরেক যাত্রী বলেন, ‘আগেভাগে স্টেশনে এসেছি, কিন্তু এসে জানলাম ট্রেন চলবে না। এখন বিকল্প পথে যাওয়ার কথা ভাবতে হচ্ছে।’ অনেক যাত্রী বিকল্প পরিবহনের দিকে ঝুঁকছেন, তবে সেখানেও ভাড়া বেশি এবং যাত্রাপথ কষ্টকর হওয়ায় অনেকে ক্ষুব্ধ। কেন এই কর্মবিরতি? মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। রানিং স্টাফ বলতে বোঝানো হয় গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক এবং টিকিট পরিদর্শক (টিটিই) যারা ট্রেনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তারা আগে দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে অতিরিক্ত অর্থ পেতেন। অবসরের সময় বেসিক বেতনের সঙ্গে ৭৫ শতাংশ বাড়তি অ্যালাউন্স যোগ করেও পেনশন হিসাব করা হতো। কিন্তু ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এ সুবিধা সীমিত করে। এর প্রতিবাদেই এ আন্দোলন। আন্দোলনের প্রেক্ষাপট গত বুধবার চট্টগ্রামে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন সংবাদ সম্মেলনে জানিয়েছিল, ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। তারা দাবি জানায়, অবিলম্বে তাদের সুবিধাগুলো পুনর্বহাল করতে হবে। সরকারের ভূমিকা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছি।’ সমাধান আসবে কবে? যাত্রীরা দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন। তবে আলোচনার অগ্রগতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় উল্লেখ না করায় পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় লাখো যাত্রী চরম বিপাকে পড়েছেন। সরকার ও আন্দোলনরত কর্মীদের মধ্যে দ্রুত সমঝোতা না হলে এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে।
No comments found


News Card Generator