close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয়: রিজওয়ানা হাসান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো মোটেই শুভ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয
দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো মোটেই শুভ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "এটি উসকানিমূলক কি না, তা সরকারের বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে। এত বড় সহিংসতার প্রয়োজন ছিল কি না বা ঘটনাটি মীমাংসার সুযোগ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।" রিজওয়ানা আরও বলেন, "আমরা শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানাই। কারণ দেশ গড়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়লে তা কারো জন্যই শুভ হবে না।" শিক্ষার্থী সমাজের ওপর বড় ভরসা রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, "দেশে যে ফ্যাসিজম চলে গেছে এবং গণতন্ত্রের যাত্রার সুযোগ তৈরি হয়েছে, এ জন্য শিক্ষার্থীদের সব সময় অভিবাদন জানাই। তারা যেন এই বিষয়টি মনোজগতে রাখে।" তিনি উল্লেখ করেন, "গণতন্ত্রে যাওয়ার পথ এমনিতেই কঠিন। তারপর আমরা যখন যাত্রা শুরু করেছি, তখন কোনো আচরণের কারণে যেন তা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।" আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা ও চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গ ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নদী এবং চীনের তিব্বতের সীমানার নদীতে বাঁধ নির্মাণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, "চীনের পরিকল্পনার বিষয়ে আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। এটি হবে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প।" তিনি আরও বলেন, "চীনের এই প্রকল্পের বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছি। চীন আমাদের জানিয়েছে, এই প্রকল্পের কারণে আমাদের দেশের কোনো ক্ষতি হবে না। ভারতের যেখানে বাঁধ নির্মাণের কথা বলা হয়েছে, সেখানে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে।" তিনি জানান, "উভয় ক্ষেত্রেই আমরা আমাদের স্বার্থ অক্ষুণ্ন রাখার জন্য কাজ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।" বালু উত্তোলন এবং এর প্রভাব বালু উত্তোলন প্রসঙ্গে রিজওয়ানা বলেন, "বালু উত্তোলন একটি বড় ইস্যু এবং বিরোধের উৎস। বালু উত্তোলনের ফলে নদী ও নদীর উপর কী প্রভাব পড়ছে, তা গবেষণা করে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।" সভায় উপস্থিত ব্যক্তিরা সভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদসচিব মো. নাজমুল হাসান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম এবং নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হুরায়রা।
Комментариев нет


News Card Generator