close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শিবপুরে ঈদ উপহার পেল ১ হাজার ৫০০ পরিবার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শিবপুরে ঈদ উপহার পেল ১ হাজার ৫০০ পরিবার

রিপোর্ট মেহেদী হাসান: ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

আজ (২ জুন) সোমবার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও অতিদরিদ্র মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে নরসিংদীর শিবপুর পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে ১ হাজার ৫০০ সুবিধাবঞ্চিত পরিবার পেয়েছে প্রতিজন ১০ কেজি করে চাল।

সোমবার (২ জুন) সকাল ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিন।

বক্তব্যে ইউএনও বলেন: “সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নিশ্চিত করছি যেন সঠিক সময়ে, সঠিক মানুষের হাতে সহায়তা পৌঁছায়। সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ঈদের আনন্দে শরিক হতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় আরও উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আবদুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা কেএম আবু রায়হান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারসমূহ।

এই সহায়তা বিতরণ শুধু চাল নয়, বরং একটি দায়িত্বশীল রাষ্ট্রের সামাজিক অঙ্গীকারের প্রকাশ। ঈদ-উল-আযহার মতো উৎসবের আনন্দ যেন প্রান্তিক মানুষের ঘরেও পৌঁছে—সেই লক্ষ্যেই এই আয়োজন।

বিতরণ কার্যক্রমটি চলে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে। কোনো ভোগান্তি ছাড়াই প্রাপকরা হাতে পেয়েছেন তাদের প্রাপ্য। জনসচেতনতা ও সুশাসনের দৃষ্টান্ত হিসেবে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এই উদ্যোগ সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের অংশ হিসেবেই নয়, বরং মানবিকতার সৌন্দর্যকেও উজ্জ্বল করে। “ঈদের আনন্দ হোক সবার জন্য”—এমন প্রত্যাশায় পরিপূর্ণ এক মানবিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় চাল বিতরণ কার্যক্রম।

Inga kommentarer hittades


News Card Generator