শিবপুরে চেকপোস্টে ধরা পড়ল ফেন্সিডিলের চালান

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শিবপুরে চেকপোস্টে ধরা পড়ল ফেন্সিডিলের চালান

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়িসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডিবি নরসিংদীর এসআই (নিরস্ত্র) মোবারক হোসেনের নেতৃত্বে একটি টিম শিবপুর থানাধীন শাষপুর এলাকার বদু মার্কেটের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. বুরহান উদ্দিন (২২), পিতা মো. শরিফ উদ্দিন, মাতা কুলসুমা বেগম, বাড়ি নয়ামাটি, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট এবং মো. সাহিদ আহম্মেদ (২৫), পিতা হাজী আনিসুল হক, মাতা মৃত দিলারা বেগম, বাড়ি রামপ্রসাদ, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, নরসিংদীকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

没有找到评论


News Card Generator