শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও তাঁর পবিত্র শহীদি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি মহাসড়কে এক বিশাল ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়েছে। এটি শুধু একটি র্যালি ছিল না, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে জনতার নীরব আর্তনাদ, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান।
র্যালিটি ভাটিয়ারি শহীদ মিনার থেকে শুরু হয়ে সলিমপুর হয়ে ডিসি পার্কে এসে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। প্রতিটি কদমে, প্রতিটি কণ্ঠে উচ্চারিত হয়েছে শহীদ ওসমান হাদির নাম। যিনি তাঁর জীবন দিয়ে আমাদের বিবেককে জাগিয়ে দিয়ে গেছেন। এই র্যালির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব কুতুব উদ্দিন শিবলি। উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব রাশেদুজ্জামান মজুমদার, সীতাকুণ্ড উপজেলার যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, ভাটিয়ারি ইউনিয়ন আমীর জনাব মোশাররফ হোসেন মৃধা, সলিমপুর ইউনিয়ন আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ফরহাদ হোসেন, সোনাইছড়ি সেক্রেটারি জনাব সেলিম জাহেদি, সহকারী সেক্রেটারি জনাব মহিউদ্দিন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তানভীর ফুয়াদ, সীতাকুণ্ড উপজেলা সভাপতি আশরাফ হোসেন এবং ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও জনশক্তি।
প্রতিবাদ সমাবেশে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড পরিকল্পিত ও কাপুরুষোচিত। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক সকল চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।
তারা আরও দ্ব্যর্থহীন ভাষায় বলেন, শহীদ ওসমান হাদি কোনো ব্যক্তিমাত্র নন, তিনি আজ একটি প্রতীক। ন্যায়ের পথে আপসহীন অবস্থানের প্রতীক। তাঁর শহীদি রক্ত আমাদের মনে করিয়ে দিয়েছে, সত্য চাপা দেওয়া যায়, কিন্তু মুছে ফেলা যায় না। মহান আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদিকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন। এই রক্তের ঋণ শোধ হবে তখনই, যখন ন্যায় প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ।



















