close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শহীদ হাদি হত্যার বিচারে দেশে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এছাড়া তিনি নির্বাচনে টাকার খেলা বন্ধ এবং বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান।..

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের জন্য দেশে ‘বিপ্লবী সরকার’ গঠনের দাবি জানিয়েছেন তার বোন মাসুমা বিনতে হাদি। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘শহীদ শরীফ ওসমান হাদি’ লঞ্চঘাটের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মাসুমা বলেন, "বাংলাদেশে বিপ্লবী সরকার হতে হবে। এই সরকার যদি হাদি হত্যার বিচার না করে, তবে আর কোনো ওসমান হাদি জন্ম নেবে না।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, "হাদিকে কি ভারত হত্যা করেছে? শুধু আওয়ামী লীগ হত্যা করেছে? এর পেছনে অনেক এজেন্ট কাজ করেছে।"

তিনি বর্তমান সরকারের শপথ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করে বলেন, "এই সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কিন্তু কেন হলো না? অন্তর্বর্তী সরকার কেন চুপ্পুর (রাষ্ট্রপতি) হাতে ক্ষমতা দিল? তিনি স্বৈরশাসক হাসিনার লোক।" এছাড়া তিনি নির্বাচনে টাকার খেলা বন্ধ এবং বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে এবং অনেক সাক্ষ্য-প্রমাণ সামনে আসছে। আসামি যদি পার্শ্ববর্তী দেশেও পালিয়ে থাকে, সেখান থেকেও তাদের ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি আশ্বস্ত করেন যে, কেবল হত্যাকারী নয়, এর পেছনের মূল হোতাদেরও বের করে আনা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান এবং নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব উপস্থিত ছিলেন।

Keine Kommentare gefunden


News Card Generator