সত্যজিৎ দাস:
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে দিবসটি পালন করছে দেশবাসী।
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আজ সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ও গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করা হয়।



















