মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মো. ইকবাল বাহার।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে পলাতক আসামিদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একাধিক টিম। এই অভিযানে জিকরুল হক জিকুসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা ও গ্রেপ্তারের কারণ সম্পর্কে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুজাররা জানান, ২০২৩ সালে বগুড়ার শাকপালা পেট্রল পাম্প এলাকায় বিএনপির একটি মিছিলে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল। ওই সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জিকরুল হক জিকুকে গ্রেপ্তার করা হয়েছে।



















