শেরপুরে ন্যায্য দাবি আদায়ে অটো- রিকশাচালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন..

MD Antor Hossin avatar   
MD Antor Hossin
****

অদ্য ০১/০৬/২০২৫ ইং রোজ রবিবার ন্যায্য দাবি নিয়ে শহরের প্রাণকেন্দ্র থামামোড় অঞ্চলে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন শেরপুর জেলা অটো  রিকশাচালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং (ঢাকা - ৩৯৯০) এর নেতৃবৃন্দ। 

শেরপুর পৌরসভা কর্তৃক
রিকশার লাইসেন্স( ক্যাটাগরি) অনুযায়ী, বিভিন্ন প্রকার অর্থ দন্ড ও  শ্রমিকদের  ভাতা প্রদানের মতো কিছু দাবি নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানা যায়। 

উল্লেখ্য দাবি গুলো হলঃ- ১. পৌরসভার অটোরিকশার লাইসেন্স বাবদ খরচ ৭৫০০ টাকার পরিবর্তে ৫৫০০ টাকা করা, মিশুক রিকশার ৫৫০০ টাকা বাতিল করে ৩৫০০ টাকা করা ও চিকন চাকার রিকশা ৩০০০ টাকা বাদ দিয়ে ১৫০০ টাকায় সীমিত করা। 

২. লাইসেন্স বিহীন ব্যাটারি চালিত রিকশার ট্রাফিক  জরিমানা ১০৫০ টাকা বাতিল করে ৫৫০ টাকা করা ও পৌরসভার ব্যাটারি চালিক রিকশার জরিমানা ১০০০ টাকা বাতিল করা। 

৩.পৌরসভার লাইসেন্স এর অর্থ থেকে শ্রমিক কল্যাণ ফান্ডে শ্রমিকদের চিকিৎসা ও মৃত্যুকালীন ভাতা প্রদান করা। 

৪. প্রত্যেক শ্রমিককে শনাক্ত করার জন্য শেরপুর অটো রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সদস্য কার্ড দেখে পৌরসভার লাইসেন্স প্রদান করা। 

উপরিউক্ত দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি করেন৷ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর জেলা অটো রিকশাচলক শ্রমিক ইউনিয়ের সভাপতি জনাব মোঃ আনোয়ারুল সাদ্দাত সুইট সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকগণ। 

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator