close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শেরপুরে নদীতে নিখোঁজ রংমিস্ত্রির মরদেহ উদ্ধার, স্বজনদের আহাজারি।..

Nazmul Mia avatar   
Nazmul Mia
শেরপুরের নালিতাবাড়ীর নদী থেকে জাহাঙ্গীর আলম নামে নিখোঁজ এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার শিমুলতলা এলাকার ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নদী..

জাহাঙ্গীর আলম নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা মহাখালী এলাকার সামেদুল ইসলামের ছেলে।


পুলিশ জানায়, রংমিস্ত্রি জাহাঙ্গীর আলম গত দুদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা।সোমবার (২৮ এপ্রিল) সকালে ভোগাই নদীতে জাহাঙ্গীরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নালিতাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে লোক পাঠাই। মরদেহটি নদীর ওপাড়ে ভাসছিল। পরে স্থানীয়দের সহায়তায় নৌকার সঙ্গে রশি বেঁধে মরদেহটি এপাড়ে নিয়ে আসা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের কয়েকটি টিম কাজ করে যাচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
কোন মন্তব্য পাওয়া যায়নি