এদিন তিনি পৌর শহরের পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।
ওই সময় তার সাথে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।



















