close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেরপুরে এনসিপি’র গণসংযোগ কর্মসূচি

a m abdul wadud avatar   
a m abdul wadud
গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ ও ন্যায়বিচারের প্রত্যয়ে রাষ্ট্রকাঠামো সংস্কার এবং জুলাই হত্যাকান্ডের বিচার নিশ্চিতকরণে শেরপুরে গণসংযোগ কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।..

গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ ও ন্যায়বিচারের প্রত্যয়ে রাষ্ট্রকাঠামো সংস্কার এবং জুলাই হত্যাকান্ডের বিচার নিশ্চিতকরণে শেরপুরে গণসংযোগ কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

২৮ এপ্রিল সোমবার বিকালে জাতীয় নাগরিক কমিটি শেরপুর জেলার আয়োজনে সদর উপজেলার নন্দির বাজার মোড়ে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ও সমাপনী বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির শেরপুর জেলা প্রতিনিধি মো. আল মামুন সরকার (দুর্জয় মামুন)। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এনসিপি’র জেলা প্রতিনিধি সাব্বির হাসান জুয়েল, সদর উপজেলা প্রতিনিধি মো. ফিরোজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা কমিটির আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল ক্ষমতার পরিবর্তনের রাজনীতি চাইনা, চাই ব্যবস্থা বদলের রাজনীতি। চলমান ব্যবস্থায় সবাই এখন ভাবে এলিট শ্রেণী বা উচ্চ শ্রেনীর মানুষকে নিয়ে, কিন্তু দিনমজুর, শ্রমজীবী, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সেজন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। হাজারো তরুণের তাজা প্রাণে বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই যারাই ক্ষমতায় আসুক না কেনো, তারা যেনো দেশের কথা ভাবেন, সাধারণ মানুষের কথা ভাবেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের বিচার দ্রুত শেষ করার এবং আহতদের সুচিকিৎসার দাবীও জানান বক্তারা। এসময় অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থানে আহত, স্থানীয় ব্যবসায়ী ও সাধারন ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator