এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার নামা শেরীরচর এলাকার মো: ইসমাইল হোসেন এর মাদ্রাসা পড়ুয়া ছেলে নয়ন মিয়া (১৮) এবং ইসমাইল হোসেন এর ভাই ইয়াসিন আলীর ছেলে জাহিদুল ইসলাম (১৯) মিলিতভাবে গত ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ওই ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে তার বসত বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি কাঠ বাগানে পালাক্রমে ধর্ষণ করে।পরে ধর্ষক দুই ভাই পালিয়ে গেলে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী কাঁদতে কাঁদতে বাড়িতে এসে ঘটনা খুলে বলে। পরে ওই ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে গত ৫ এপ্রিল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। (মামলা নং ০৭)
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলমের সাথে কথা বললে তিনি জানান, আসামীরা ঢাকায় পালিয়ে গেছে। আমরা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের ধরার চেষ্টা করছি।