শেরপুরে ৫ দফা দাবিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মানববন্ধন..

Nazmul Mia avatar   
Nazmul Mia
শেরপুরে ৫ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।..

১৭ মে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‌‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)’ দ্রুত অনুমোদন ও জানুয়ারী-২০২৫ হতে বকেয়া বেতন ভাতাসহ ৫ দফার দাবিতে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে মউশিক জেলা শাখার শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মোবারক হোসেন, মাস্টার ট্রেইনার মুফতি মো. খলিলুর রহমান, সুপারভাইজার মাওলানা মুতাসিম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো. শহীদুল্লাহ, মাউসিক জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার প্রায় ১ হাজার প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Tidak ada komentar yang ditemukan