close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেরপুর মির্জাপুরে পুলিশের তৎপরতায় রক্ষা পেল মা ও শিশু

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এক সংকটজনক পরিস্থিতি থেকে মা ও শিশুকে নিরাপদে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে হাইওয়ে পুলিশ।..

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় টহলরত অবস্থায় শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আলামিন ও তার সঙ্গীয় ফোর্স মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশে এক নারীকে তিন বছরের শিশুকে কোলে নিয়ে অবস্থান করতে দেখে। এরপর মা ও শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই গৃহবধূর নাম আশা। পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি চরম বিপদের মধ্যে পড়েছিলেন। উদ্ধারকালে মা ও শিশু দুজনই তীব্র শীত ও আতঙ্কে ছিলেন। পুলিশ সদস্যরা তাদের আশ্বস্ত করেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেন।

পরে উদ্ধার হওয়া মা ও শিশুকে শেরপুর থানার এসআই তোফাজ্জলের কাছে হস্তান্তর করা হয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন এবং পরে তাদের পরিবারের জিম্মায় তুলে দেন। 

পুলিশ জানিয়েছে, বর্তমানে মা ও শিশু দুজনই নিরাপদ রয়েছেন।

এ বিষয়ে এসআই আলামিন বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই রাতে শিশুটিকে দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। দুটি প্রাণ নিরাপদ রাখতে পারাটাই আমাদের কাছে সবচেয়ে বড় সাফল্য।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় হাইওয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই ঘটনা প্রমাণ করে, পুলিশ শুধু আইন প্রয়োগকারী বাহিনী নয়; বিপদের মুহূর্তে সাধারণ মানুষের জন্য নির্ভরতার প্রতীকও হতে পারে।

একটি পরিবার যখন অনিশ্চয়তার মুখে পড়েছিল, তখন দায়িত্বশীলতা ও মানবিকতায় সেই পরিবারকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে শেরপুর হাইওয়ে পুলিশ।

 

Ingen kommentarer fundet


News Card Generator