close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ: ভারতীয় সাবেক হাইকমিশনারের সন্দেহপূর্ণ মন্তব্য
 
			 
				
					বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হওয়া দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তিনি অভিযোগের পেছনে তথ্য ও প্রমাণের অভাব নিয়ে সমালোচনা করেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, “এটি শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। ইউএন হিউম্যান রাইটস কমিশনও এ বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি। এমনকি এফআইআরের তথ্যও স্পষ্ট নয়।”
তিনি আরো যোগ করেন, “গুমের অভিযোগে কিছু নাম দেওয়া হয়েছে, কিন্তু প্রমাণবিহীনভাবে র্যাবকে দায়ী করা হচ্ছে। র্যাব গঠন করা হয় বেগম খালেদা জিয়ার সময়, এবং তখন থেকেই এমন অভিযোগ উঠেছে।”
এর আগে, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তবে এসব অভিযোগ কতটা আইনি গুরুত্ব বহন করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কূটনৈতিক মহল।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			