close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
শেয়ারবাজার কেলেঙ্কারি: সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল


শেয়ারবাজারে অনিয়ম ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একইসঙ্গে তাঁদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বাতিল হওয়া পাসপোর্টধারীদের তালিকা
পাসপোর্ট বাতিল হওয়া অন্য ৮ জন হলেন:
বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ,
নির্বাহী পরিচালক মাহবুবুল আলম,
নির্বাহী পরিচালক সাইফুর রহমান,
নির্বাহী পরিচালক রেজাউল করিম,
পরিচালক শেখ মাহবুব-উর-রহমান,
পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক,
অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির,
যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি, শিবলী রুবাইয়াতসহ এই ৯ জনের বিরুদ্ধে শেয়ারবাজার লুটপাটের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
শিবলী রুবাইয়াতের বিএসইসিতে যাত্রা ও পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে পুনর্নিয়োগ পেয়ে ২০২৩ সালের ১৬ মে দ্বিতীয় দফায় দায়িত্ব নেন। তবে ২০২৩ সালের ১০ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএসইসি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে ফিরে যান।
শিবলী রুবাইয়াতের অনুপস্থিতি ও বিতর্ক
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিবলী রুবাইয়াত সশরীরে উপস্থিত না থেকে একজন প্রতিনিধির মাধ্যমে বিভাগে যোগদানপত্র জমা দেন। তবে শিক্ষার্থীদের বর্জনের মুখে তিনি ক্লাস নিচ্ছেন না। বিভাগের চেয়ারম্যান হাসিনা শেখ জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে শিবলী রুবাইয়াত নিজ ক্লাস নিতে পারছেন না।
আদালতের নিষেধাজ্ঞা ও দুদকের তদন্ত
শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৯ অক্টোবর আদালত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলী রুবাইয়াত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁকে সন্দেহ করা হচ্ছে, তিনি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন।
এছাড়া, শিবলী রুবাইয়াত ও তাঁর ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব এবং তাঁদের সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছে।
শেয়ারবাজার কেলেঙ্কারিতে শিবলী রুবাইয়াতের ভূমিকা
শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো, বিশেষ চক্রকে সুবিধা দেওয়া এবং বাজার থেকে টাকা লোপাটের অভিযোগ রয়েছে শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে। এছাড়া, বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশি রোড শো আয়োজন করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
সামনের করণীয়
সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞার পর এই ৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কী নেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।
Không có bình luận nào được tìm thấy