close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধ্বসে শিশুর মৃত্যু

TUFAYEL AHMOD avatar   
TUFAYEL AHMOD
****

শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধ্বসে শিশুর মৃত্যু

 

মোঃ তোফায়েল আহমদ শান্তিগন্জ প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধ্বসে পানিতে ডুবে এক ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শনিবার বিকাল ৫ টায় শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে। 

নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মত বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েক শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এসময় পুকুরপাড়ের মাটি ধ্বসে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু ইয়াসিন। এসময় তার সাথে থাকা শিশুরা ইয়াসিনের বাড়িতে খবর পৌঁছালে ইয়াসিনের বাবাসহ অন্যান্যরা পুকুরে খুঁজাখুঁজি করে ইয়াসিনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। 

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ফয়জুল উজ জামান খাঁন ইয়াসিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।##

 

نظری یافت نشد


News Card Generator