close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শামীম ওসমান কোথায় পালালেন?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিশ্বের ইতিহাসে বিরল এক ঘটনা হিসেবে বাংলাদেশের একজন প্রাক্তন শাসকের পতনের পর, অনেক নেতা, মন্ত্রী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের পালিয়ে যাওয়ার চিত্র উঠে এসে
বিশ্বের ইতিহাসে বিরল এক ঘটনা হিসেবে বাংলাদেশের একজন প্রাক্তন শাসকের পতনের পর, অনেক নেতা, মন্ত্রী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের পালিয়ে যাওয়ার চিত্র উঠে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ব্যাপক দুর্নীতি, লুটপাট এবং হত্যার ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই সময়ের শাসনামলকে 'দুর্নীতির স্বর্গ' হিসেবে আখ্যা দিয়ে, অভিযোগ করা হয় যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা একে একে দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনার পতনের পর, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান প্রথম ধরা পড়েন। একইসঙ্গে নীচের স্তরের দলীয় নেতা থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও দায়িত্বে যোগ দেননি। শত শত পুলিশ সদস্য পালিয়ে যাওয়ার কথাও উঠে এসেছে। এমন পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান। এক সময় নিজের এলাকায় একক আধিপত্য বিস্তারকারী এই নেতা বিভিন্ন সভা-সমাবেশে তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে গর্ব করতেন। তাকে নারায়ণগঞ্জের 'একনায়ক' হিসেবেও উল্লেখ করা হতো। শেখ হাসিনার পতনের পর, শামীম ওসমান কোথায় আছেন তা নিয়ে নানা গুঞ্জন চলছে। ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর তাকে ভারতের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেছে বলে দাবি করেছেন আকাশ হক নামের এক বাংলাদেশি শিক্ষার্থী। ওই সময় রাত ৯টা ৫ মিনিটে আকাশ হক একটি ছবি তুলেছেন বলেও গণমাধ্যমে জানিয়েছেন। সম্প্রতি শামীম ওসমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ছবিটি কোথাকার বা কোন দেশের, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে অবস্থান করছেন। শেখ হাসিনার আমলে শাসনব্যবস্থার দুর্নীতিগ্রস্ত চিত্র এবং সেই আমলের নেতাদের পালিয়ে যাওয়ার এধরনের ঘটনাগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
لم يتم العثور على تعليقات