শাকিব-সিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার পোস্টার মুক্তির আগে প্রকাশিত হয়।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার পোস্টার মুক্তির আগে প্রকাশিত হয়। পোস্টারে এলোমেলো চুলে সিগারেট হাতে দেখা যায় শাকিব খানকে, যা ভক্তদের মধ্যে প্রশংসিত হয়। এরপর নায়ক সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার পোস্টারেও সিগারেট হাতে দেখা যায় সিয়ামকে। তবে ধূমপানবিরোধী সংস্থা স্টপ টোব্যাকো বাংলাদেশ দাবি করেছে, এই পোস্টারগুলোর মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধূমপান প্রচার করা হচ্ছে। সংস্থাটি মনে করে, তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় এসব পোস্টার তৈরি হচ্ছে। সংস্থার বক্তব্য, বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধিনিষেধ রয়েছে। তবুও, সিগারেটের প্রচারণা চলছে এবং তরুণদের ধূমপানে প্রলুব্ধ করা হচ্ছে। তারা দাবি করেছে, এই ধরনের প্রচারণা ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে। স্টপ টোব্যাকো বাংলাদেশ আরও দাবি করেছে, ওটিটি প্ল্যাটফর্মে ধূমপানের দৃশ্যও একই উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে। তারা সারা দেশব্যাপী ধূমপান বিরোধী আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে এবং এসব দৃশ্যের বিরোধিতা করছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে স্পষ্টভাবে বলা আছে, তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। তবে, কাহিনির প্রয়োজনে অত্যাবশ্যক হলে তা প্রদর্শনের সময় ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্কবাণী দেখানোর বিধান রয়েছে।
No comments found