close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
					জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভার উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 'শাসন ব্যবস্থার মূল সংস্কার না হলে দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। সচিবালয় থেকে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় পর্যন্ত ক্ষমতার কাঠামো বদলাতে হবে। নতুবা সাধারণ জনগণ পরিবর্তনের কোনো সুফল পাবে না।'
গুরুত্বপূর্ণ বক্তব্যে মান্না
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 'শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, 'দেশে ন্যায্য ও কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত আমূল সংস্কার প্রয়োজন।' একই সঙ্গে তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের তীব্র সমালোচনা করেন এবং তাদের জন্য বেশ কিছু পরামর্শ প্রদান করেন।
মান্না বলেন, ‘শেখ মুজিবুর রহমান মাত্র কয়েক দিনের মধ্যে সংবিধান পরিবর্তন করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখন জনগণের চাওয়ার ভিত্তিতে সংবিধান পরিবর্তন করা সম্ভব হবে না কেন? জনগণের মতামতকে সম্মান জানাতে হবে এবং ম্যান্ডেট মেনে নিতে হবে।’
বিশেষ অতিথিদের প্রতিক্রিয়া
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, 'অন্তবর্তীকালীন সরকার নিজেরা ক্ষমতা দখল করেনি, বরং তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। অথচ কিছু রাজনৈতিক দল এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে।'
তিনি প্রশ্ন রাখেন, ‘কেন এসব হুমকি-ধামকি? এই সরকার ক্ষমতা ধরে রাখতে আসেনি, বরং প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘এই সরকারের প্রধান দায়িত্ব হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দুর্নীতি, অর্থপাচার, গণহত্যা এবং লুটপাটের বিচার করা। যদি অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করা হয়, তাহলে দেশের বিপ্লবও ব্যর্থ হয়ে যাবে।’
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মতামত
গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম। প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর প্রতীক কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান, সাংবাদিক কাজী ফারুক, বিশিষ্ট লেখক ও গবেষক আলাউদ্দিন কামরুল প্রমুখ।
দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার রূপরেখা
আলোচকরা মনে করেন, দেশের শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে হলে প্রশাসনিক কাঠামোতে সংস্কার আনতে হবে। শুধু কেন্দ্রীয় সরকার নয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শাসন ব্যবস্থায়ও পরিবর্তন আনা জরুরি। নাগরিক অধিকার নিশ্চিত করতে হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তাই অন্তবর্তীকালীন সরকারের উচিত দেশের শাসন কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিশ্চিত করা।
(সংবাদটি সম্পূর্ণভাবে রি-রাইট করা হয়েছে এবং মূল কনটেন্টের দৈর্ঘ্য বজায় রাখা হয়েছে।)
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				לא נמצאו הערות
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			